আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছে সেখানকার একটি আদালত।
আজ সোমবার পুলিশের করা এক আবেদনের শুনানি শেষে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এ আদেশ দেন।এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় মি. দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে শুনানির জন্য নির্ধারিত রয়েছে।গত ৩০শে এপ্রিল মি. দাসকে এ মামলায় জামিন দিয়েছিল হাইকোর্ট।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় গত বছরের ২৬শে নভেম্বর মি. দাসকে গ্রেফতারের পর চট্টগ্রামের আদালতে হাজির করলে তার জামিনের শুনানির সময় আদালত এলাকায় অস্থিরতা চলে।ওইদিনই চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।
মতামত দিন