রাজনীতি

জাতির প্রয়োজনে খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা বিশ্বাস করি, জাতির প্রয়োজনে খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন।আজ (৬ মে) মঙ্গলবার দুপুরে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সভা-সমাবেশে খালেদা জিয়াকে শারীরিকভাবে উপস্থিত দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, স্বাস্থ্যের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত হবে। তবে আমরা বিশ্বাস করি, জাতির প্রয়োজনে খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন।তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরবেন—সেদিন আর খুব বেশি দূরে নয়। দল ও দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তারেক রহমানই চূড়ান্তভাবে এগিয়ে আসবেন।ডা. জাহিদ আরও বলেন, ১৪ ঘণ্টার দীর্ঘ যাত্রার পর বেগম জিয়া কিছুটা ক্লান্ত, তবে তার মনোবল খুবই শক্ত। তিনি সার্বিক প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেন, বেগম জিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকেও কৃতজ্ঞতা জানিয়েছেন, যিনি উন্নত চিকিৎসার জন্য নিজের ব্যক্তিগত বিমান পাঠিয়েছিলেন।

এর আগে একইদিন সকালে কাতারের রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন খালেদা জিয়া। সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান।

মতামত দিন