আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা

কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর ‘অপারেশন সিঁদুরে’ নামে অভিযান পরিচালনা করে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় নিহত বেড়ে ৩৬-এ দাঁড়িয়েছে।আজ (৭ মে) বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানে গতকাল রাত ও আজ ভোরের হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। আর ভারতীয় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানের অসম গুলিবর্ষণে পুঞ্চ সেক্টরে ১০ জন বেসামরিক লোক নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানে নিহতদের মধ্যে তিন বছরের দুইটি শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। ওখানে আহত হয়েছেন ৩৭ জন। এছাড়া মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত এবং দু’জন আহত হয়েছেন।

তিনি জানান, কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী একজন কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত, এবং দু্ইজন আহত হয়েছেন। মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। শিয়ালকোট ও শাকারগড় এলাকায়ও হামলা করা হয়েছে, কিন্তু সেখানে কেউ হতাহত হননি।এদিকে ভারতের দাবি, দেশটি পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন।

মতামত দিন