জামালপুর

ইসলামপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ (রবিবার) জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি (উত্তর) ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বেনুয়ারচর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয়। 

চরপুটিমারি (উত্তর) ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শওকত আলী লাল মিয়া মাস্টারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম।।

এসময় অন্যান্যের মধ্যে জামালপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।অপরদিকে চরপুটিমারি ইউনিয়ন বিএনপি ব্যানারে  ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেনুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মতামত দিন