রাজনীতি

প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, আদতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই চান না দেশে নির্বাচন হোক।শুক্রবার (৩০ মে) সকালে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এসময় তিনি বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার। কিন্তু সংস্কারে কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দেখতে চায় না।

এ সময় সরকার প্রধানের নানা বক্তব্যের সমালোচনা করেন মির্জা আব্বাস।এর আগে দলের দলের সিনিয়র নেতারা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দলের প্রতিষ্ঠার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মতামত দিন