বাংলাদেশ

রাজধানীতে শান্তি সমাবেশ ও মিছিলে

দেশব্যাপী চলমান সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আলবদরের একদফা মোকাবেলা করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন পেশাজীবী ও আওয়ামী লীগের নেতারা। একইসাথে অশুভ শক্তিকে প্রতিহত করার আহবান জানিয়েছেন তারা।   

রোববার রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন বক্তারা।
বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এই আঘাত হানা হচ্ছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন নেতারা। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করতে চাই, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।
শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নিয়ে গেছে, এরা মুক্তিযুদ্ধবিরোধী জামাত বিএনপি।

তিনি আরও বলেন, সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আলবদরের একদফা মোকাবেলা করার জন্য রাজপথে থাকবে আওয়ামী লীগ এবং পেশাজীবীরা। 
শেষ রক্তবিন্দু দিয়ে শেখ হাসিনার পাশে থাকবো উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, যারা সন্ত্রাস করবে মোকাবেলা করবো। 

এসময় কৃষি মন্ত্রণালয়ের কর্মকতা কর্মচারীরা শান্তি সমাবেশে যোগ দেন।

মতামত দিন