নেতৃত্ব বাছাইএ কার্যকর ভুমিকা রাখার আহবান জানালেন হালিম
ঢাকাস্থ ইসলামপুর উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাবেক মন্ত্রী পরিষদ সচিব, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম সাহেবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আগামীদিনে ইসলামপুরের সার্বিক উন্নয়নের জন্য করনীয় নির্ধারনে ঢাকাস্থ ইসলামপুরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইসলামপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সন্ঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন এ এস এম আব্দুল হালিম।সভাপতির বক্তব্যে জনাব হালিম বলেন এলাকার টেকসই উন্নয়ন নির্ভর করে সৎ দূর্নীতিমুক্ত সুদূর প্রসারি চিন্তাশীল নেতৃত্ব। তাই সমাজের সর্বস্তরের সচেতন নাগরিক কে নেতা নেতৃত্ব বাছাইএ কার্যকর ভুমিকা রাখার আহবান জানান।
সভায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও উদ্দোক্তা, চাকুরিজীবি, ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতামত দিন