নিবন্ধন পেতে ইসিতে আবেদন জমা দিয়েছে এনসিপি
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন গ্রহণের শেষ দিন নিবন্ধন পেতে ইসিতে আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা, মোবাইল কিংবা কলম প্রতীক দেওয়ারও আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (২২ জুন) আবেদন শেষে কমিশন সচিবালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির প্রতিনিধিরা এসব তথ্য জানান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে সংস্থাটি।ব্রিফিংকালে ইসি পূন:গঠন এবং আগামীতে সরকার গঠনের আশাবাদ জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হবে।
এদিকে বিকেল ৫টার পর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে “জনগনের মার্কা, শাপলা মার্কা“ বলেও জানান।
মতামত দিন