রাজধানীসহ দেশের ব্যাপক সংঘর্ষ ,অর্ধশতাধিক আহত ঢামেকে
বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী অসহযোগ কর্মসূচি প্রথমদিন রোববার (৪ আগস্ট) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ চলছে।
রোববার (৪ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তথ্যমতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত ব্যক্তি সেখানে চিকিৎসা নিচ্ছেন।
সময় সংবাদের সর্বশেষ তথ্যমতে, সরকার পরিবর্তনের এক দফা দাবির অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষে ২২ জনের প্রাণহানি হয়েছে। পাবনায় ৩ জন, ফেনীতে ৫, মুন্সিগঞ্জে ২, রংপুরে ৪, বগুড়ায় ২, মাগুরায় ১, কুমিল্লায় ১, বরিশালে ১ ও কিশোরগঞ্জে ৩ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে আন্দোলনকারীদের এক দফার আন্দোলন ঘিরে সন্ত্রাসীরা মাঠে নেমেছে এবং জঙ্গি কায়দায় হামলা চালানোর অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আরাফাত।
তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, কোটা সংস্কার আন্দোলনে নেই শিক্ষার্থীরা। তারা যা চায় সেটা তারা গতকাল প্রকাশ করেছে। আর এই দাবি বাস্তবায়নে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। আর এমন সন্ত্রাসী কার্যক্রম দমন করা হবে।
দেশবাসীই সন্ত্রাসীদের প্রতিহত করবে উল্লেখ করে তিনি বলেন, তারা আজ সন্ত্রাস-সহিংসতার মধ্য দিয়ে সরকারের পতন চান। তবে আমরা সংঘাত এড়াতে চাই। আমরা এরপরেও চাই শান্তিপূর্ণভাবে যাতে সমাধান হয়। আন্দোলনের সবশেষ খবর জানুন আমাদের লাইভ আপডেটে।
মতামত দিন