জামালপুর

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নুরুল মোমিন আকন্দ কাওসারকে আহ্বায়ক ও মো. মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব করে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এর আগে নুরুল মোমিন আকন্দ কাওসার জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন ৷ এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ৷

এদিকে, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নতুন হাই স্কুল মোড়ে জামালপুর পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রেজাউল করিম সজিব ফুলেল শুভেচ্ছা জানায়।এছাডাও বিএনপির  বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে আসে। 

মতামত দিন