রাজনীতি

সোমবারই ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল সোমবারই ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশ থেকে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বার্তা দেন।
বার্তায় আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে সরকার। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।’
সরকারের জারি করা কারফিউ বাতিল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (৪ আগস্ট) ফেসবুকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন।

মতামত দিন