জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে আজ ১৬ জুলাই ২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলায় জুলাই যোদ্ধাদের "পদযাত্রা অনুষ্ঠানে" নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগ সন্ত্রাসীদের নৃসংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি জামালপুর শহরের বকুল তলা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমাল তলায় গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার সভাপতিত্বে ও শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, জামালপুর শহর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছার, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম, শহরের ৪ নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ জিয়াউল কবির ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।

মতামত দিন