জামালপুরে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
জামালপুরের চাঁদাবাজির উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভার ১১ নং ওয়ার্ড বাগেরহাটা এলাকার ভুক্তভোগী ও বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে মোঃ আবীর হোসেন, মোঃ রফিক শেখ ও মোছাঃ নাজমা আক্তার বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা, চাঁদাবাজ, ভূমিদস্যু, চরিত্রহীন, মামলা বাণিজ্যকারী ফারজানা আক্তার সবুজা'র দ্রুত বিচার ও সম্প্রতি দায়ের করা একটি হয়রানি মূলক মামলায় গ্রেফতারকৃত ভুক্তভোগী মিলন এর মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানান। পরে এলাকাবাসী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় ঘটনার সঠিক তদন্ত-পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পুলিশ সুপার বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। সে যেই হোক না কেন।

মতামত দিন