পিআর পদ্ধতির দাবিতে ৩ রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন, গণহত্যার বিচার দৃশ্যমান করা, লেভেল প্লেয়িং ফিল্ডসহ বিভিন্ন দাবিতে জামালপুরে আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৩টি রাজনৈতিক দল। কর্মসূচীর অংশ হিসেবে আজ (শুক্রবার) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে মিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল।এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহাম্মদ,দ্বীন কায়েম সংগঠন জামালপুর জেলা শাখার সম্মানিত ছদর আলহাজ্ব শামছুল হক, যুব আন্দোলনের সভাপতি মুফতী হুমায়ুন কবীর, সদর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ ক্বারী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অপরদিকে শুক্রবার কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে জেলা সদরসহ ৭টি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।এরই অংশ হিসেবে জামালপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের পিটিআই গেইট থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়েশেষ হয়।
জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর আল ইমরান এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ ও সদর সেক্রেটারি রেজাউল করিম নোমানের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আমির ও জামালপুর সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।এছাড়াও প্রায় একই দাবিতে শুক্রবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা।
মতামত দিন