জামালপুর

মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫।এ উপলক্ষে আজ (রবিবার) জামালপুর সিভিল সার্জন  কার্যালয়ের উদ্যোগে অফিস কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয় এই ক্যাম্পেইনের আওতায় জামালপুর জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সীএবং প্রাপ-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত ৬ লাখ ৩৫ হাজার ৩'শ ২২ জনকে এই ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা  নির্ধারণ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক,ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি (সারভিলেন  এন্ড ইমুনাইযেশন মেডিকেল অফিসার) ডাঃ মোহাম্মদ সাইফুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

মতামত দিন