জামালপুর

জামালপুরে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন

নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে লাগাতার কর্ম বিরতি পালন করছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখা।

১ আগষ্ট (রবিবার) হতে এই কর্ম বিরতি পালন করছেন তারা।তাদের কর্মবিরতির অংশ হিসেবে সম্প্রসারিত টিকাদান ই.পি.আই এবং  আসন্ন টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন ক্যাম্পেইন টিসিভি এর টিকাদান বন্ধ রেখেছে তারা। স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এই তিন পদের কর্মীরা এই কর্মবিরতি পালন করছেন। 

এসময় দাবি আদায়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা হোসেনসহ আরও অনেকে।দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

মতামত দিন