রাজনীতি

প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই হোক আগামীর দিনগুলোর অঙ্গীকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়তে হবে, যার প্রধান হাতিয়ার শিক্ষক সমাজ। শিক্ষকদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত করতে হবে সামাজিক সম্মান। সবচেয়ে মেধাবীরাই যেন প্রথম ও প্রধান পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নেন, বিএনপি সেভাবেই পরিকল্পনা করছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত “শিক্ষক মহাসমাবেশ”-এ তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্ত বর্জন করে সমৃদ্ধ একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই হোক আমাদের আজকের এবং আগামীর দিনগুলোর অঙ্গীকার।

শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে সমাজের ভাবমূর্তি রক্ষা পায় উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি নামক ব্যাধি দূর করতে হলে শিক্ষকরাই সামাজিক বিপ্লবে ভূমিকা রাখতে পারেন।তারেক রহমান বলেন, স্বাধীনতা ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষককে আমন্ত্রণ জানানো প্রয়োজন। যা সার্বিক শিক্ষাখাতে ইতিবাচক মনোভাব আনবে।বিএনপি নীতিগতভাবে শিক্ষকদের দাবির সাথে একমত জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বাড়ানো বা চাকরি জাতীয়করণের মতো দাবি পূরণে কাজ করবে বিএনপি।তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি।

মতামত দিন