জামালপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫-২০২৬ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন আজ (বুধবার) জামালপুর শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় আয়োজিত সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।
প্রধান অতিথি বলেন, উন্নত গ্রাহক সেবা, প্রযুক্তির সঠিক ব্যবহার ও কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার কারণে রেমিটেন্স সেক্টরে বাংলাদেশ কৃষি ব্যাংক সারাদেশে দ্বিতীয় এবং সরকারি ব্যাংকের তালিকায় ১ম স্থানে অবস্থান করছে। এই অবস্থানকে আরও এগিয়ে নিতে এবং বাৎসরিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে আরও বেশি আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক জামিল আহমেদ এর সভাপতিত্বে সম্মলনে অন্যানের মধ্যে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ০১ মোঃ আঃ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক ০২ মোহাঃ খালেদুজ্জামান, বিকেবি প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহা ব্যবস্থাপক আশরাফুজ্জামান, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন মহা বিভাগের মহাব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেনসহ বিভিন্ন শাখা ব্যবস্থাপকগণ বক্তব্য রাখেন।
এসময় বিকেবি ময়মনসিংহ বিভাগের ১৩১ টি শাখার শাখা ব্যবস্থাপকগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন