জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
ময়মনসিংহ বাস কাউন্টারে বহিরাগতদের হামলায় শ্রমিক আহত এবং বরুন নামে এক টিকিট মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ (রবিবার) সকাল থেকে জামালপুর-ময়মনসিংহ ঢাকা রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে।
জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ আব্দুস সোবহান জানান, কেন্দ্রীয় নির্দেশে আজ সকাল থেকে জামালপুর ময়মনসিংহ ঢাকা রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রী সাধারণের ভোগান্তির কথা মাথায় রেখে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা রুটসহ উত্তরবঙ্গের সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তারা আরও জানান, অবিলম্বে মালিক শ্রমিকদের দাবি মানা না হলে আগামীকাল সকাল থেকে ঢাকা বিভাগ এবং পরদিন থেকে সারা বাংলাদেশে বাস চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন মালিক ও শ্রমিক কেন্দ্রীয় নেতারা।
এসময় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস বন্ধ করায় দুর্ভোগে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা।
মতামত দিন