জামালপুর

গণভোট সহ ৫ দফা দাবিতে জামালপুর জেলা জামায়াতের মানববন্ধন

পিআর পদ্ধতিকে জুলাই জাতিয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ ৫ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ (বুধবার) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা জামায়াতের উদ্যোগ শহরের ফৌজদারি মোড় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডঃ ছামিউল হক ফারুকী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি', 'পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন', 'অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ', 'ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা' এবং 'স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা'-এই ৫ দাবি গণমানুষের মুক্তির দাবি। এই ৫ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর  মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল , সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ছামিউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, জামালপুর সদর শাখার আমীর শরিফুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, শহর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি অধ্যক্ষ জিয়াউল কবির, ইসলামপুর উপজেলার সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর বক্তব্য রাখেন।

মতামত দিন