বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন
জামালপুর প্রতিনিধি:
২০% বাড়ি ভাড়া, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ শিক্ষক সমাজের সকল যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে পুলিশী বাধা গ্রেফতার ও হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় জামালপুরেও কর্মবিরতি পালন করেছেন বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ।
এছাড়াও একই দাবিতে শহরের বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণও কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকাল থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রেখে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে একত্রিত হয়ে কর্মবিরতি পালন করেন তারা। এ সময় ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়া জন্য আমরা আবেদন জানিয়ে যাচ্ছি। যাতে করে বর্তমান সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়। সেই সাথে আমরা আগামী দিনে শিক্ষক সমাজের সকল যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে যার যার অবস্থান থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শামীম হোসেন, সিনিয়র শিক্ষক ফারহানা আফরোজ জাহান চৌধুরী, সহকারী শিক্ষক আব্দুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
মতামত দিন