জামালপুর

জামালপুর পৌর ১২ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর পৌর শাখার অন্তর্গত ১২ নং ওয়ার্ড বিএনপির এক কর্মী সমাবেশ আজ (বৃহস্পতিবার) রাতে শহরের রামনগর ৭ রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণই করবেনা তারা আবার ঝনগণের কাছে ভোট চায় কেন?  উল্লেখ করে  প্রধান অতিথি বলেন, ইসলামকে পুজি করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় তাদের বিরুদ্ধে জনমত তৈরীতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

১২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি কামরুল হাসান হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন করেন শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী।১২ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ বাজিতুল্লাহ'র সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ছাড়াও জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি  মাইন উদ্দিন বাবুল ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হালিমসহ বিএনপির জেলা, পৌর এবং ওয়ার্ড পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

মতামত দিন