জামালপুর

জামালপুরে ৮ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর পৌর শাখার অন্তর্গত ৮ নং ওয়ার্ড বিএনপির এক কর্মী সভা আজ (শুক্রবার) রাতে শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথি বলেন, এদেশের অধিকাংশ মানুষই জানে না পিয়ার পদ্ধতি কি?   তাই পিআর পদ্ধতির কথা বলে যারা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাঞ্চলের চেষ্টা করছে দেশের আপামর জনসাধারণ তাদের কখনোই ক্ষমা করবে না।৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী।

৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ছাড়াও জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি  মাইন উদ্দিন বাবুল, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল আলম কালা ও সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির জেলা, পৌর এবং ওয়ার্ড পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

মতামত দিন