জামালপুর

জামালপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 "মানসম্মাত হ্যামলেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই শ্লোগান আজ (বুধবার) জামালপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।এ উপলক্ষে দিনব্যাপী  নানা কর্মসূচি পালন করা হয়।
 
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ বেলুন উড়িয়ে এবং স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম।

এসময় জামালপুর সড়ক জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিদ রহমান বিশ্বাস, বিআরটিএ জামালপুর সার্কেল এর মোটরযান পরিদর্শক মঞ্জিল হোসেনসহ বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারী, জেলা বাস, মিনিবাস,  ট্রাক মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে ফৌজদারি মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিআরটিএ অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। 

কর্মসূচিতে জামালপুর জেলা বাস মিনিবাস  শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোঃ আব্দুস সোবহান, যুগ্ন আহ্বায়ক হারুনুর রশিদ, জেলা ট্রাক ট্র্যাংক লড়ি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, জেলা মাইক্রোবাস চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান মুসাসহ শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

অপরদিকে দিবসটি উপলক্ষে শহরের ফৌজদারি মোড়ে জেলা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে মানসম্মত হেলমেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

মতামত দিন