জামালপুরে ১২ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর পৌর শাখার অন্তর্গত ১২ নং ওয়ার্ড (দক্ষিন) শাখা বিএনপির এক কর্মী সমাবেশ আজ (বৃহস্পতিবার) রাতে শহরের তেতুলিয়া উত্তরপাড়া পুরাতন বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথি বলেন, বিগত স্বৈরাচারের শাসনামলে বিএনপি নেতা কর্মীরাই সবচেয়ে বেশি নির্যাতন, হত্যা ও গুমের শিকার হয়েছে। তাই আগামী নির্বাচনে দেশবাসী বিএনপিকে স্বপ্রনোদিত দিতে হয়ে ভোট দেবে।
১২ নং ওয়ার্ড (দক্ষিন) বিএনপি'র সভাপতি মোঃহারুন অর রশিদ হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী।
১২ নং ওয়ার্ড(দক্ষিন) বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লাঞ্জু'র সঞ্চালনায় কর্মী সভায় প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ছাড়াও শহর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হালিম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন ও জেলা মাইক্রোবাস ও কার চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জু হাসান মুছাসহ বিএনপির জেলা, পৌর এবং ওয়ার্ড পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

মতামত দিন