জামালপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন
জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিককে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ বুধবার দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে এই মানববন্ধন করেন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,সাখাওয়াত হোসোন শুভ, আমির উদ্দিন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকার সুযোগ পেয়ে সিদ্দিক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়ের পর ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতামত দিন