জেএসডি জামালপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জামালপুর জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান দিবস।দিবসটি উপলক্ষে আজ (শুক্রবার) সন্ধ্যায় শহরের সকাল বাজারস্থ গণতন্ত্র মঞ্চ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক এড. তাজ উদ্দিন সবুজ, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সদস্য তোজাম্মেল হক তোজা, যুগবানী নজরুল গবেষণা কেন্দ্র জামালপুর জেলার সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাহের ও জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা বক্তব্য রাখেন।
বক্তারা, ফ্যাসিবাদ প্রতিরোধে " অংশীদারিত্বের গণতন্ত্র" প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাই ঘন অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র পরিচালনায় সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব আরোপ করেন।

মতামত দিন