জামালপুর

জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫।দিবসটি পালন উপলক্ষে আজ (শনিবার) সন্ধ্যায় শহরের বাগেরহাটা বটতলা মোড়ের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

জামালপুর জেলা যুব দলের সদস্য মোঃ জাকির হোসেন জনি, মোঃ ইমরান কায়ছার, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহবায়ক মোঃ সরওয়ার হোসেন, শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক মোঃ হামীম মাহমুদ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন মহলের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে।এসব ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মতামত দিন