ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
জামালপুর ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের সাইন্স এন্ড ইনোভেশন ক্লাবের উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা ২০২৫।
আজ (বৃহস্পতিবার) কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানেে কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান (অবঃ), সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, জামালপুর ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের সাইন্স এন্ড ইনোভেশন ক্লাবের আহ্বায়ক মোঃ আহসান উল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও ৭অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।মেলায় স্থাপিত ৪২টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি প্রদর্শন এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
এছাড়াও মেলা প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।পরে সেরা স্টল স্থাপনকারি দলের মাঝে ক্রস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

মতামত দিন