জামালপুরে ৮টি সমমনা রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) শহরের পিটিআই গেইট প্রাঙ্গনে আন্দোলনরত সমমনা ৮টি ইসলামিক দলের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংখিপ্ত সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এর সভাপতিত্বে জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার ও সেক্রেটারিএড. আব্দুল আউয়াল বক্তব্য রাখেন।
এসময় বক্তারা দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

মতামত দিন