জামালপুর

জামালপুরে প্রভাষকদের কর্মবিরতি কর্মসূচী পালন

বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের (৩২ ব্যাচ থেকে ৩৭ ব্যাচ পর্যন্ত) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবিতে জামালপুরে ৫ম দিনের মতো No Promotion No Work কর্মসূচী পালন করছে সরকারি আশেক মাহমুদ কলেজ ও সরকারি জাহেদা শফির মহিলা কলেজের প্রভাষকরা। 

আজ (বৃহস্পতিবার) বিসিএস সাধারন শিক্ষা প্রভাষক পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ ইউনিট এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজের একাডেমিক ও পরীক্ষা ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ৫ম দিনের মতো  চলমান এই কর্মসূচিতে সরকারি আশেক মাহমুদ কলেজের ৪৫ জন প্রভাষক অংশ নেন। 

কর্মসূচি চলাকালে ৩৩তম বিসিএস এ যোগদান কৃত প্রভাষক বেলাল হোসাইন, ৩৬ তম বিসিএস এর মোঃ রৌশন আলম মিঠু, ৩৩ তম বিবিএস এর মোহাম্মদ ছানোয়ার হোসেন বক্তব্য রাখেন।অপরদিকে সারাদেশের মতো একই দাবিতে কর্মবিরতি পালন করছেন জামালপুর সরকারি জাহেদা শফির মহিলা কলেজের প্রভাষকরা। 

বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক পরিষদ সরকারি জাহেদা শফির মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে কলেজের একাডেমি ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচি চলাকালে ইউনিটের সভাপতি ৩৪ তম ব্যাচের সোমা রানী হোড়, সহ সভাপতি ৩৫ ব্যাচের মোরাদুজ্জামান, কোষাধ্যক্ষ ৩৬ ব্যাচের আহম্মেদ শরীফ বক্তব্য রাখেন। 

এসময় কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি রেখে  পদোন্নতির জিও না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান বক্তারা।কর্মসূচিতে কলেজের ২০ জন প্রভাষক অংশ নিচ্ছেন।

মতামত দিন