জামালপুরে ২ নং ওয়ার্ড বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর পৌর শাখার অন্তর্গত ২ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ আজ (বৃহস্পতিবার) রাতে স্থানীয় সৈয়দ আলী মন্ডল পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
কর্মী সমাবেশ এর উদ্বোধন করেন শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী।২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সালেক হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক জুয়েল এর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।
সমাবেশে অন্যানের মধ্যে জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি মোঃ শহিদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ শফিউর রহমান শফি, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক বক্তব্য রাখেন।
জামালপুর শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান মমিন ও মোঃ নজরুল ইসলাম মুক্তা, জেলা তাতী দলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মাসুদ, জেলা মাইক্রোবাস ও কার চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জু হাসান মুছাসহ বিএনপি, শ্রমিক দল, কৃষক দল, তাতী দল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

মতামত দিন