জামালপুরে হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে জামালপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।
আজ (রবিবার) বিকেলে শহরের সকাল বাজার, তমালতলা, কথাকলি মার্কেট এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং রাস্তায় চলাচলকারি পথচারীদের মাঝে গণ সংযোগ করেন জামালপুর-৫ (সদর) আসনে হাতপাখা মনোনিত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।এসময় ইসলাম, দেশ, মানবতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজ ও মাদকমুক্ত রাষ্ট্র গড়ার লক্ষ্যে হাত পাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগ কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ লিয়াকত আলী, শ্রমিক আন্দোলন জামালপুর জেলার সভাপতি ময়নাল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ নাহিদ খানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন