জামালপুরে ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর পৌর শাখার অন্তর্গত ৮ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ আজ (রবিবার) রাতে স্থানীয় জঙ্গলপাড়া বোর্ড ঘর মোড়ে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।কর্মী সমাবেশ এর উদ্বোধন করেন শহর শ্রমিক দলের আহ্বায়ক হারুন অর রশিদ রতন।
৮ নং ওয়ার্ড শ্রমিক দল এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু"র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি'র সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান।
সমাবেশে অন্যানের মধ্যে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ খালেক, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শুভ, জেলা মাইক্রোবাস ও কার চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জু হাসান মুছাসহ বিএনপি ও শ্রমিক দলের জেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

মতামত দিন