জামালপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি" এই স্লোগানে জামালপুরে পালিত হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫।
দিবসটি উপলক্ষে আজ (বুধবার) জামালপুর পুরাতন পুলিশ লাইন্স মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে বিভিন্ন প্রাণি এবং তার থেকে উৎপাদিত বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদর্শন করা হয়।সে উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম. আশরাফুল কবীর ও স্থানীয় খামারিরা বক্তব্য রাখেন।
এসময় অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।এর আগে দিবসটি উপলক্ষে শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে প্রদর্শনী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

মতামত দিন