জামালপুর

জামালপুর শহর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জামালপুর শহর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ (রবিবার) শহরের শফি মিয়ার বাজার মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী নিজেদের পরাজয় নিশ্চিত জেনে স্বাধীনতার উষালগ্নে বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই এই হত্যা যজ্ঞ চালায়।  

শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর  রহমান আরমান ও  সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মতামত দিন