ছাত্রদলের কমিটি বাতিরের দাবিতে জামালপুরে মশাল মিছিল ও বিক্ষোভ
জামালপুরে নবঘোষিত শহর ও সদর উপজেলা পূর্ব ছাত্রদলের কমিটি বাতিরের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ত্যাগী ও পদ বঞ্চিত ছাত্রদলের নেতারা। শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগা মাঠ থেকে একটি মশাল মিছিল করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বুড়ির দোকান মোড়ে গিয়ে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ করে।বিক্ষোভ চলাকালে শহর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সৈয়কত সালমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাাদক হাদিউল ইসলাম রাব্বি, সবেক সহ-দপ্তর সম্পাদক পপেল মাহমুদ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে নব ঘোষিত পকেট কমিটি বাতিল করে ত্যাগী ছাত্র নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন। এসময় পদবঞ্চিত ত্যাগী ছাত্র দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন