দেওয়ানগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দান উপলক্ষে দোয়া মাহফিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন পত্র জমা প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) দেওয়ানগঞ্জ উপজেলায় প্রার্থীর নিজ বাস ভবনে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে
এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালির বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকেে প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি'র কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন শোভন, পৌর বিএনপি'র সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।পরে দেশ ও জাতির মঙ্গল, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সহকারি রিটার্নিং অফিসারের কাছে এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি'র সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন শোভন।

মতামত দিন