জামালপুরে ভূমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
জামালপুর শহরের কম্পপুর এলাকার ভূমি দস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী, ভুক্তভোগী ভূমি মালিক ও বিচারপ্রার্থীরা।
এসময় ভুক্তভুগীরা অভিযোগ করে বলেন, কম্পপুর এলাকার তথাকথিত বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল স্বৈরাচার সরকার আমলে আওয়ামী লীগ নেতা ও ভূমি দালাল মাছুদ আমিনসহ তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে এলাকায় দীর্ঘদিন ধরে ভূমি দখল ও বেদখলের সঙ্গে জড়িত। বর্তমানে তারা বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ ভূমি মালিক ইসমাইল গংদের আইনগত মালিকানা ও দখলীয় জমি অন্যায়ভাবে দখলের চেষ্টা করছে।ভূমি দস্যুরা জমি দখলের উদ্দেশ্যে ভূমির মালিকদের ওপর হামলা, মারধর করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সন্ত্রাসী ও ভূমি দস্যুদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

মতামত দিন