জামালপুরে মেধাবৃত্তি প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
রবিন মাহমুদ :জামালপুরে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।আজ (মঙ্গলবার) দুপুরে শহরের শহীদ সাফওয়ান সদ্য মাল্টিপারপাস অডিটোরিয়ামে ফিউচার ক্যাডেট একাডেমির উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।
জামালপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলী শফিকুল ইসলাম ময়না তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ খায়রুল আলম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মনোয়ার হোসেন মুরাদ, ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল বাকী বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বৃত্তি প্রাপ্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ১'শ ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মোট ১ হাজার ৬ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিউচার ক্যাডেট একাডেমির একাডেমিক কোঅর্ডিনেটর নাদিয়া রায়হান।

মতামত দিন