জামালপুর

জামালপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিনজনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড

এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তিনজনকে দোষী সাব্যস্ত করে একজনকে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং বাকী দুজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।গতকাল (মঙ্গলবার) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর সদর উপজেলার চিথলিয়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. নয়ন (২৪), মো. আনোয়ার হোসেন (৩৫) এবং মো. আনোয়ার হোসেনের স্ত্রী ৩০ বছর বয়সী শাহনাজ পারভীন।

এই মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. সাংবাদিকদের জানান, একই গ্রামের এক মেয়েকে বিয়ে করতে ব্যর্থ হওয়ার পর মো. নয়ন তার স্কুলপড়ুয়া ছোট বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন। ২০২৩ সালের ১৪ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নয়ন মেয়েটির সাথে অশ্লীল ভাষায় মন্তব্য করার অভিযোগে ঝগড়া করে। এ সময় নয়ন তার স্কুলের পোশাক ছিঁড়ে ফেলে এবং সপ্তম শ্রেণির ঐ ছাত্রীকে যৌন হয়রানি করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। 

এই ঘটনায় মেয়ের বাবা জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১) এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৭ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে তাদের দোষী সাব্যস্ত হওয়ায় নয়নকে ৮ বছর, তার বোন শাহনাজ পারভীন এবং তার স্বামী আনোয়ার হোসেনকে ৫ বছরের কারাদণ্ড দেন। আদালত নয়নকে ৭০ হাজার টাকা এবং দম্পতিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় আদালত আরো উল্লেখ করেন জরিমানার টাকা পাবে ভিকটিম স্কুল ছাত্রী। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট আমান উল্লাহ্ আকাশ।

মতামত দিন