জামালপুর

ময়মনসিংহ জেলা দলকে পরাজিত করেছে জামালপুর জেলা দল

রবিন মাহমুদ- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জামালপুরে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ অনূর্ধ্ব ১৭ ২০২৫।

আজ (শুক্রবার) জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ইউসুপ আলী। এসময় অন্যান্যদের মধ্যে  বাংলাদেশ ফুটবল ফেডারেশন  কমিটির সদস্য  মোঃ সাইদ হাসান কানন,পুলিশ সুপার ড,চৌধুরী মোহাম্মদ সাবের সাদেক, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিক।অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক জামালপুর ছাড়াও শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জসহ ৭টি জেলা দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় জামালপুর জেলা ময়মনসিংহ জেলা দলকে ০১-০০ গোলে পরাজিত করে।

মতামত দিন