‘মা কালী’র টিজার প্রকাশ
প্রকাশ্যে এসেছে ‘মা কালী’-সিনেমার টিজার। বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়কে নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। এই সিনেমার মুখ্য ভূমিকায় দেখা অভিনেত্রী রাইমা সেন এবং অভিষেক সিংকে। সদ্য প্রকাশিত এক মিনিট ৩৭ সেকেন্ডের এই টিজারটিকে ঘিরে ইতোমধ্যেই চর্চা শুরু হয়েছে।
১৯৪৬ সালে ব্রিটিশ ভারতের অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। ‘মা কালী’র টিজারে উঠে এসেছে সে সময়ের সেই সাম্প্রদায়িক ঘটনার বিভৎসতা। ধর্ম, হানাহানি, হিংসা, যা দেখলে যে কেউ শিউরে উঠবেন…।
টিজারে পাওয়া যাচ্ছে সিনেমোর গল্পের কিছু ঝলক। দেশ ভাগের সময় মানুষের কষ্ট, যন্ত্রণা, অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। ব্রিটিশদের বাংলা ভাগের পরিণাম যে কী ভয়ঙ্কর হয়ে উঠেছিল, কীভাবে তা মানুষের জীবন সিনেমার ছত্রে ছত্রে বোনা হয়েছে সেই যন্ত্রণার আখ্যান।
সূত্র- এন টি ভি অনলাইন
মতামত দিন