জামালপুর

জামালপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ

জামালপুর জেলা কারাগরের বন্দি আসামিরা বিদ্রোহ করেছে। কারাগার এলাকায় দুপুর থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া গেছে। এসময় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন কারারক্ষীকে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্রোহ শুরুর পরপরই কারাগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত ওই এলাকা থেকে সরে পড়ে।
আহত কারারক্ষী ও  প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বন্দিরা বিদ্রোহ করে।  এক পর্যায়ে তারা কারা ফটক ভাঙার চেষ্টা করে। এসময় বন্দিদের হামলায় কয়েকজন কারারক্ষী আহত হয়েছেন। কারাগারের ভেতরে গুলি এবং অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে।
আহত তিন কারারক্ষী জাহিদুল ইসলাম, সাদেক ও রোকনুজামান বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
প্রায় দুই ঘণ্টা থেমে থেমে ব্যাপক গোলাগুলি হয়। এক পর্যায়ে কারাগারের ভেতরে অগ্নিসংযোগ করেন কয়েদিরা। পুরো কারাগার এলাকা আগুনের ধোঁয়ায় ছেয়ে যায়।এ সময় কারাগারের ভেতর থেকে কয়েদিদের ‘আমাদের বাঁচান’ বলে আর্তনাদের শব্দ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানো শুরু করেন।
আট শতাধিক কারাবন্দি রয়েছে এই কারাগারে৷ বর্তমানে মাইকিং করে তাদের সতর্ক করা হচ্ছে।  
জেল সুপার আবু ফাতাহ'র মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তার মোবাইল রিসিভ করেন একজন কারাবন্দি।এদিকে বিদ্রোহের খবর পেয়ে দুপুর থেকে সেনাবাহিনীর সদস্যরা কারগারের চারদিক অবস্থান নিয়েছে। তবে আসামিরা পালিয়ে যেতে পারেনি বলে দাবি আহত কারারক্ষীদের।

মতামত দিন