বিনোদন

আসছে তুফানের দ্বিতীয় কিস্তি

তুফান ছবির নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, তুফান ছবি শেষে থাকবে বড় টুইস্ট। আর সেটা বোধহয় দর্শকরা পেয়ে গেছেন। আসছে তুফানের দ্বিতীয় কিস্তি। কারণ, সিনেমা শেষে লিখে দেয়া হয়েছে, ‘তুফান সবে তো শুরু’। হ্যাঁ, শাকিব খান অভিনীত চলচ্চিত্রটির পরবর্তী কিস্তি নির্মাণ হবে।

রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা ‘তুফান’। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত এই সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী।
মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে ‘তুফান’। নানা কারণে সিনেমাটি নিয়ে চলছে আলোচনা।
তুফানের দ্বিতীয় কিস্তি আসবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে  ছবির প্রযোজক ও আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান ২’ আসবে কি না, তা জানতে আপনাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা দেখলে এর উত্তর আপনারা পেয়ে যাবেন।
প্রথম সারির আরো তারকা ‘তুফান টু’ সিনেমায় থাকতে পারেন বলেও জানান রায়হান রাফি। তবে এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। আপাতত তারই অপেক্ষা!

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— কলকাতার  মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

মতামত দিন