বিনোদন

বাংলাভিশনের নতুন ধারাবাহিক ‘ব্রোকেন ফ্যামিলি’

এলাকার বেশ কিছু দম্পতির পারিবারিক নানান ঘটনা নিয়ে বাংলাভিশনের নতুন ধারাবাহিক নাটক ‘ব্রোকেন ফ্যামিলি’। 
আগামীকাল থেকে শুরু করে প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই ধারাবাহিক। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। 
গল্পে দেখা যাবে সংসার জীবনে চরম ব্যর্থ পুরান  ঢাকার আলাউল বক্‌শি। তাই তার বাড়িতে বিপত্নীক এবং ডিভোর্স হয়েছে এ রকম পুরুষদের থাকার জন্য আবাসিক মেস খুলেছেন। এখানে ব্যাচেলর কিংবা বিবাহিত পুরুষদের কোনো স্থান নেই। আর এই মেসের বাসিন্দা হলেন রঞ্জু, নিয়াজ, সুলতান ও হাদি। মেসে এই ৪ জন একই রুমে থাকে, তাদের নিজেদের ভিতর প্রায় প্রতিদিন মিল-অমিলের ঘটনা ঘটে। অন্যদিকে মেসের মালিক আলাউল বক্‌শি একটু পাগলাটে টাইপের মানুষ। হাসি, কান্না, ইমোশন ও সংসার জীবনের কঠিন বাস্তবতা নিয়েই ধারাবাহিকটির গল্প।
এতে অভিনয় করেছেন চাষী আলম, অনিক, ফারজানা আহসান মিহি, পাভেল, মোসাফির সাইদ বাচ্চু, সিয়াম নাসির, মাসুম বাশার, মনিরা মিঠু, রোমেল, আইরিন আফরোজ, সিমি স্নিগ্ধা, স্বর্ণলতা, রিফাত আলম, মিনাকসি, আনোয়ার, নয়ন, রকি খানসহ অনেকে।

মতামত দিন