বিরতির পর এবার বামবা'র আয়োজনে আসছে 'মুক্তি কনসার্ট'
ব্যান্ড সঙ্গীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। কয়েক বছরের বিরতির পর এবার সংগঠনটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় এটি অনুষ্ঠিত হবে।
বিশেষ এ কনসার্টের নাম ঠিক করা হয়েছে ‘মুক্তি কনসার্ট’। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে এর আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) ফেসবুকে বামবা’র পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ভেন্যু ও অংশগ্রহণকারী দলের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে বামবার সহসভাপতি শেখ মনিরুল আলম টিপু বলেন, আমরা ৩১ আগস্ট বামবার কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করেছি। এ ব্যাপারে গতকাল দুপুরে মিটিং হয়েছে। আজ বিস্তারিত জানানো হতে পারে।
মতামত দিন