মৌসুমের প্রথম জয় রিয়ালের
লা লিগার নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। রিয়াল ভ্যালাদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে তারা। গোল পেয়েছেন অভিষিক্ত ফিলিপ এন্ড্রিক।সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিকের পাশাপাশি স্বাগতিকদের হয়ে গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে ও ব্রাহিম দিয়াজ।ঘরের মাঠে ভ্যালাদোলিদকে পাত্তাই দেয়নি রিয়াল। সফরকারী দলটির রক্ষণ ভাঙতে অবশ্য লস ব্লাঙ্কোসদের অপেক্ষা করতে হয়েছিল দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন ভালভার্দে। দ্বিতীয় গোলটি করেন দিয়াজ। ৮৮ মিনিটে এডের মিলিতাওয়ের পাস থেকে বল জালে পাঠান।
তার মিনিট দুয়েক আগে রিয়াল জার্সিতে অভিষেক হয় এন্ড্রিকের। কাইলিয়ান এমবাপের বদলি হিসেবে ৮৬ মিনিটে মাঠে নামেন। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লস ব্লাঙ্কোস জার্সিতে নিজের প্রথম গোলটি করেন তিনি। দিয়াজের বাড়ানো বল গোলপোস্টের ডান পাশ দিয়ে জালে পাঠান।
মতামত দিন