জাতীয়

ধর্মভিত্তিক রাজনীতি চাই না, প্রচারিত সংবাদটি ভিত্তিহীন

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়েছে। এ সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।সোমবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ৪৯ সেকেন্ডের ভিডিও বার্তায় ড. আসিফ বলেন, কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজের ভিডিও ক্লিপ পাঠালেন। এটিএন বাংলা নিউজের। সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে-ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল।তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না, এটা নিয়ে আজ কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এ শব্দটা কোনো সভাতেই আমি উচ্চারণই করিনি। আপনারা কোথা থেকে এসব টাইটেল বানান, এগুলো তো মানুষকে বিভ্রান্ত করে।
আইন উপদেষ্টা আরও বলেন, আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা বুঝে না বুঝে যেকোনো কারণে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। আমি এ ধরনের কোনো কথা বলিনি। আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করছি ঠিক করে নেবেন।

মতামত দিন