জাতীয়

বাংলাদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা চেয়েছেন চীনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে বসবাসকারী প্রায় ৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তা চেয়েছেন।
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আহ্বান জানান।
জাহাঙ্গীর আলম পরে সাংবাদিকদের ব্রিফ করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বাংলাদেশে প্রায় ৯,০০০ চীনা নাগরিক আছেন। রাষ্ট্রদূত আমাদের কাছে তাদের নিরাপত্তা চেয়েছেন। আমরা তাদের বলেছি যে যতটা প্রয়োজন আমরা অবশ্যই সাহায্য করব।'
তিনি আরও বলেন, আমরা একটি বিষয় উত্থাপন করেছি। আপনারা (সাংবাদিকরা) সকলেই জানেন, আমাদের অনেক জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের (চীনকে) অনুরোধ করেছি যে তারা এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারে।

মতামত দিন